পঞ্চগড়ের বোদায় দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে কর্মহীন হয়ে পড়া শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১২ জুলাই (সোমবার) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সেনাবাহিনীর আয়োজনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সেনাবাহিনীর সদস্যদের জন্য বরাদ্দকৃত রেশন থেকে দুঃস্থ ও অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন লেফ: কর্নেল মঈন। খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে চাল, ডাল, তেল, লবণ, সাবান, সেমাই, চিনি ও শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক জামিউল হক, জেলা পরিষদ সদস্য আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআরআর