পঞ্চগড়ের বোদায় বাফার গুদাম হতে সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় সারের বাফার গুদাম হতে ডিলারদের মাঝে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে বাফার গুদামের হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী প্রমুখ।

জানা গেছে, বর্তমানে বাফার গুদামে সার মজুদ আছে ১৬ হাজার মেট্রিক টন। এর মধ্যে মঙ্গলবার ২ হাজার মেঃ টন সার ডিলারদের মাঝে বিতরণ করা হয়েছে। কার্যক্রম শুরুর পর জেলার ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ৪৭জন বিসিআই ও ১১৯ জন বিএডিসি ডিলারদের মধ্যে সার বিতরণ করা হচ্ছে।

পঞ্চগড় জেলাজুড়ে সারের কৃত্রিম সংকট ঠেকাতে তরিৎগতিতে মন্ত্রণালয়ে যোগাযোগ করে সংকট নিরসনে উদ্যোগ নেয় জেলা প্রশাসক।