কুয়াকাটায় রোলার স্কেটারদের সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধি :

কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে রোলার স্কেটার সদস্যরা।

শনিবার (২৭ মে) বেলা বারোটায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে সৈকতের জিরো পয়েন্টে এ অভিযান চালায় তারা।

এসময় পর্যটকদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে উদ্বুদ্ধ করতে সৈকতের পূর্বে এক কিলোমিটার এলাকা পরিচ্ছন্ন করে তারা। তাদেরকে স্বাগত জানিয়ে এ বীচ ক্লিনিংকে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউটের সদস্যরা অংশগ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রশাসনের কুয়াকাটায় নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ও কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ।

এর আগে গতকাল শুক্রবার বিকালে কলাপাড়ার ৬ লেন সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৮০ জন স্কেটারদের অংশগ্রহনে দেশের দ্বিতীয় বৃহত্তর বিসিপিসিএল রোলার স্কেটিং ম্যারাথন অনুষ্ঠিত হয়।