কাশিয়ানীতে মাইকিং করে করোনার সতর্কতা : আইনশৃঙ্খলাবাহিনীর রীতিমতো টহল

জান্নাতুল মোল্লা, গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলারকাশিয়ানীতে মাইকিং করে করোনার সতর্কতা করা হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর রীতিমতো টহল চলে আজ সারাদিন ধরে।

কাশিয়ানী থানার রাজপাট ইউনিয়নে, কাশিয়ানীর ইউএনও এবং রাজপাট ইউনিয়নের চেয়ারম্যান এবং কিছু স্বেচ্ছাসেবক মিলে রাজপাট -এর বাজারে ঘুরে মুদি দোকান, ঔষধের দোকান এবং কাঁচামালের দোকান বাদে প্রায় সব ধরনের দোকানে বন্ধ করে দেন।

এ সময় তারা রাজপাট ইউনিয়নের সব এলাকাই চেয়ারম্যান -এর পরিচালনায় মাইকিং করে এলাকাবাসিকে সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

gif maker

রাজপাট প্রায় সব সময় (বিশেষ করে সন্ধার সময়) পুলিশ এবং সেনাবাহিনী টহল দেয়। কেউ মাস্ক ছাড়া কোথাও বের হলে পুলিশ শাস্তি দেয়।

এ প্রসঙ্গে এলাকাবাসী জানায়, এই ব্যবস্থা জারি করায় করার জন্য এখন লোকেরা কেউ জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যায় না। এই অবস্থায় বেশিরভাগ দোকানপাট বন্ধ করা হয়েছে।

তবে কিছু কিছু লোক প্রয়োজনে বাইরে বের হচ্ছে। বিকালে দেখা যাচ্ছে অনেকে ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলা করছে। বিষয়টি চেয়ারম্যান -এর কাছে অভিযোগ করা হয়েছে। তিনি এ বিষয়ে কিছু ব্যবস্থা নিয়েছেন। কাল থেকে আর এমনটা হবে না বলে জানিয়েছে এলাকাবাসী।