করোনা ভাইরাস প্রতিরোধে পিপিই সহ নুরুল আমিন রুহুল এমপির উপকরণ বিতরণ

গোলাম নবী খোকন,  মতলব প্রতিনিধি :
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানা, জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন উপকরণ বা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, ইউএনও এএম জহিরুল হায়াত, ওসি মো. নাসির উদ্দিন মৃধা ও ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুল মান্নান বেপারী এর নিকট ৭০ পিস করোনা ভাইরাস এর পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ২৫শ’ পিস, গ্লাভস ৬শ’ পিস, সাবান ২ হাজার পিস ও হেক্সিসল ২০ লিটার হস্তান্তর করা হয়।

gif maker

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর একান্ত সহকারী এ্যাড. লিয়াকত আলী সুমন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, ছেংগারচর পৌর আ.লীগ নেতা আলহাজ্ব আল-মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী।