কাশিয়ানীতে মাইকিং করে করোনা সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছেন রাজপাট ইউনিয়ন চেয়ারম্যান

মো. জান্নাত মোল্যা, গোপালগঞ্জ প্রতিনিধি :

সারাদেশে যখন করোনার আতঙ্কে রয়েছে জনগণ। সবাই ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। অন্যদিকে কাশিয়ানীর কিছু জায়গায় মানুষেরা রয়েছে অসচেতন। একবার মাইকিং করে সতর্ক করার পরেও তারা মানেনি সেই সতর্কতা। তাদের দেখা গেছে হাট বাজারে,মাঠ- ঘাটে। তারা অনকে মাস্ক ছাড়া বাড়ির বাইরে গিয়ে ঘোরাঘুরি করতো।

gif maker

তাই আজ ৩১ মার্চ মঙ্গলবার রাজপাট ইউনিয়ন চেয়ারম্যান মো. মনিবুর রহমান খান এর নেতৃত্বে নতুন করে মাইকিং করে করোনা সম্পর্কে সচেতন করছেন। তার সাথে  মাস্ক, হেনেটাইজার এবং লিফলেট বিতরণ করেন।

তিনি রাজপাট ইউনিয়নে সবাইকে অনুরোধ করেছেন তারা যেনো বিনা প্রয়োজনে বাড়ি থেকে বাইরে না যায়। গেলেও যেন মাস্ক ব্যবহার করে।

তিনি আরও জানান, আপনাদের সুরক্ষার জন্য আমি সবসময় আপনাদের সাথে থাকবো। দয়া করে সবাই বাড়িতে অবস্থান করুন। নিজে করোনা থেকে বাঁচুন এবং অন্যকে আক্রমণের হাত থেকে বাঁচান।