রাঙ্গাবালীর মৌডুবীতে করোনা প্রতিরোধে সাবান বিতরণ

আলামিন ফরাজী, রাংগাবালী, পটুয়াখালী প্রতিনিধি :

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘স্বেচ্ছাসেবী সংগঠন “মৌডুবী সচেতন নাগরিক ফোরাম ”।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে ‘মৌডুবী সচেতন নাগরিক ফোরাম এর উদ্যোগে’ রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের প্রতিটি গভীর নলকূপে একটি করে টয়লেট সাবান বিতরণ করা হয়েছে।

gif maker

গত শুক্রবার সংগঠনের সকল সদস্য রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, পাবলিক টয়লেটসহ এলাকার প্রতিটি নলকূপে গিয়ে সাবান বিতরণ করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা করেন।

মৌডুবী সচেতন নাগরিক ফোরাম-এর উদ্যোক্তা আজিজুর রহমান সুজন বলেন, যাদের পক্ষে হাত ধোয়ার সাবান, হ্যান্ড স্যানিটেইজার ক্রয় করা কষ্টকর, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের এ কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।

এসব কাজ সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নেই করা হয় বলেও জানান তিনি।

এ সময় সংগঠনের সদস্য মেহেদী হাসান(বাপ্পি), তানজিল মৃধা, রাসেল ফরাজী, মঞ্জু সরদার, তানভির, তোফায়েল হোসেন, রবিউল হাসান, শাহিন, ফরহাদ, সুহৃদ, মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।