দেশে আটকে পড়া কাতার প্রবাসীরা ফিরতে পারবেন আগস্টে

প্রবাস ডেস্ক :
কাতার থেকে ছুটিতে দেশে এসে আটকা পড়া প্রবাসীরা আগস্টে ফিরতে পারবেন। যাদের ভিসা বা ইকামার মেয়াদ আছে তারা ফিরতে পারলেও কাজে যোগ দিতে পারবেন না। ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে, যা নিয়ে প্রবাসীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

দেশে ছুটিতে থাকা প্রবাসীরা কাতারে ফিরে নিজ খরচে ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। তবে বাসা বাড়িতে নয় থাকতে হবে হোটেলে। তা আবার যেমন-তেমন কোনো হোটেল নয়, থ্রি স্টার থেকে সেভেন স্টারে থাকার নির্দেশনা রয়েছে। ২৫শে জুন থেকে হোটেলগুলোর বুকিং শুরু হচ্ছে। এতে বাড়তি অর্থ ব্যয় হবে বলে, অনেক প্রবাসী পড়েছেন বিপদে।

কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা হাসিবুর রহমান বলেন, ‘নিয়মমত কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর যে যার কাজে স্বাভাবিকভাবে ফিরে যেতে পারবেন।’

প্রবাসী একজন বলেন, ‘কাতার সরকারের সাথে বসে আলাপ আলোচনা করে সমস্যাটা সমাধান করার অনুরোধ করবো।’

আরেক প্রবাসী বলেন, ‘দেশে গিয়ে আটকা পড়া প্রবাসী ভাইরা আবার যেন কাতারে ফিরতে পারে সরকারের সাথে এ বিষয়ে যেন আলাপ করে বিষয়টা মীমাংসা করে কর্তৃপক্ষ।’

এদিকে, ১৫ই জুনের পর বিধিনিষেধ প্রত্যাহার হলে, ছুটিতে যাওয়া প্রবাসীদের যাদের বৈধ ভিসা আছে কেবল তারাই ফিরতে পারবেন বলে জানালেন বাংলাদেশ দূতাবাস কাতারের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

কাতারে এ পর্যন্ত আট হাজার বাংলাদেশিসহ আক্রান্ত হয়েছেন প্রায় ৭৭ হাজার, ১২ বাংলাদেশিসহ মারা গেছেন ৭০ জন।