এই আমার ঠিকানা : ক্ষুদীরাম দাস

আমি ক্লান্ত!
এগিয়ে যাই অজানা কোনো পথে
এগিয়ে যাওয়াই আমার নিয়ম; সবারই।
সে পথের নেই সীমানা,
আশার ভেলা ভাসিয়ে চলি
জীবনভর! এই আমার ঠিকানা।

আমি ক্লান্ত!
জীবনের ক্লান্ত পথিক
থমকে দাঁড়াই ভরপুর দীঘিটার পাড়ে
সে আমায় যখন দৃষ্টি কাড়ে,
পরিপূর্ণ তৃষ্ণা নিবারণে
আমার স্বত্তা জেগে উঠে ক্ষণে ক্ষণে।
এই আমার ঠিকানা-সবার মনে মনে।

আমি ক্লান্ত!
ভালোবাসার কাঙ্গাল আমি
একটু প্রশান্তি চাই, একটু শান্তি
এটা সবারই কামনা
তবুও দ্ব›দ্ব সংঘাত, রচিবে না সন্ধি।
এই আমার ঠিকানা-সবার ঠিকানা,
স্বার্থের জালে মোরা বন্দি।

আমি ক্লান্ত!
তবুও ঠিকানা খুঁজে বেড়াই
যে ঠিকানার এপার ওপার নেই,
একূলও ওকূলও নেই,
সীমাহীন দূরত্ব,
আশার প্রদীপ তবুও জ¦লে।
আমার আত্মতৃপ্তি কেড়ে নেয় সে,
তারটা কেড়ে নেয় অন্যে
আর আমি জেগে উঠি-সবাই জেগে উঠে।
রসনার খেলায় মত্ত সবাই,
তাই তো আমি পথ হারাই,
সবাই পথ হারায়।