আমরা যে পাপকাজ করি, ওসব কী আল্লাহর ইচ্ছায় করি?

প্রশ্ন : দুনিয়াতে আমরা যে পাপকাজ করি,ওসব কী আল্লাহর ইচ্ছায় করি?

উত্তর : এরকম প্রশ্নের দ্বারা মানুষ নাস্তিক হয়,
সবকিছু আল্লাহর হুকুমে হয় এটা কোন অর্থে?
আকিদার কিতাবে লিখা আছে :
الله خلق افعال العباد.
অর্থাৎঃ-বান্দার সকল কাজ স্রষ্টা আল্লাহ তায়ালার।

কিন্তু,বান্দা করবে কি করবেনা (امور اختيار) ইচ্ছা শক্তি আল্লাহ তায়ালা তার বান্দাদের দিয়েছেন।

আর করা না করার ইচ্ছাশক্তিও দিয়েছেন।
এজন্য বান্দা যদি করে পাপকাজটি,
তার ইচ্ছার প্রকাশ ঘটেছে বলে সে গুনাহগার।

মানুষ আর জ্বীন জাতি ব্যতীত অন্য কোন সৃষ্টি কে আল্লাহ তায়ালা ইচ্ছাশক্তি দেননি।
আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেভাবেই চলতেছে।
মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন।


আল্লাহ বলেছেনঃ
إما شاكرا وإما كفورا.
অর্থাৎঃ-
হয় সে কৃতজ্ঞ বান্দা হবে নতুবা নাফরমান বন্দা হবে।
এজন্যই সকল কাজ আল্লাহ তায়ালার এই অর্থে সকল কাজ আল্লাহর ইচ্ছায় ঘটিত হয়।
কিন্তু,করা না করার ইচ্ছা শক্তি আল্লাহ তার বান্দাদের দিয়েছেন।
সে পাপকাজে ইচ্ছার প্রকাশ করার কারনে সে নাফরমান বা গুনাগার বান্দা হয়।
আর পাপকাজে ইচ্ছার প্রকাশ না করার কারণে সে কৃতজ্ঞ বান্দা বা পূণ্যবান হয়।

মো. রফিকুল ইসলাম, শিক্ষার্থী : ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়।