ভুল মানুষ

যুবক অনার্য :

আমি একজন ভুল মানুষকে খুঁজছিলাম যার পা পায়ের নখ হাত আর হাতের আঙুল যার সমস্ত শরীর চুল- ভুল- কেবলি ভুল।ভুল কেনো? কারণ সেই মানুষটি জীবনের কথা বলে।বলে-এসো,মৃত্যুর ঘরে পুনরায় জ্বালিয়ে দেই জন্মের কোলাহল।

এসো,অপসৃয়মান দেবতাদের কথা ভুলে গিয়ে বলি- এই পৃথিবীটা আমাদের,আর কারো নয়,নয় কোনো ঈশ্বরের।এসো গান গাই,ফুল নয় ঘ্রাণগুলো চুরি করে প্রেমিকার শরীরে মেখে ভিজিয়ে দেই মাটির ঝিনুক।এসো তবে জোলাভাতি খেলি,মিথ্যে পোষাকের জৌলুস ছুঁড়ে ফেলে নগ্ন হই,নগ্ন হতে হতে চিনিয়ে দেই- এই দ্যাখো- সকলের সবকিছু অন্যরকম কিছুতেই নয়- সমস্ত ঘিরেই রয়েছে অভিন্ন এনাটমি এক।

এসো,বলি তবে- প্রতিটি মানুষ মূলত মানুষ প্রতিটি মানুষই মূলত ঈশ্বর! আমি একজন ভুল মানুষ চাই সমাজের চোখে যিনি ভুল কেবলি ভুলে ভরা মানুষ এক।কে সে জন! সে যে কবি,সে-ই তো কবি,হোক না তোমাদের ব্যাকরণে সে এক ভুলের নাম, হোক না সে কেবলি ভুলের অসুখ!