দোহারে ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে পালিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :  ঢাকার দোহারে ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে-২০২৪ পালিত হয়েছে।

গত সোমবার (১২ আগস্ট), গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি অফিসে এ ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয় ।

অনুষ্ঠানের শুরুতে বক্তৃতা রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপির ম্যানেজার শাহরিয়ার হোসেন। তিনি বলেন,”গুড নেইবারস বাংলাদেশ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।গুড নেইবারস বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে।সেই সাথে যুবক-যুবতীদেরকে নিয়েও কাজ কর থাকে।এখানে ন্যাচার এন্ড পিস ক্লাব, চাইল্ড কাউন্সিল এবং প্রতিবেশী যুব সংঘ ক্লাব আছে।এইসব ক্লাবের যুব সদস্যরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বজলুর রহমান বলেন, “যুবকরা দেশের এবং পৃথিবীর চালিকাশক্তি।তারাই পারে একটি সুন্দর,বসবাসযোগ্য সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে।যুবকদের উচিত তাদের সৃজনশীল মেধা শক্তিকে সমাজের ইতিবাচক এবং উন্নয়ন কাজে লাগানো।তিনি যুবকদের নেশার করালগ্রাস থেকে বিরত থাকার উপদেশ দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গুড নেইবার দোহার সিডিপি এর সকল কর্মকর্তা।

বুধবার, ১৪ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়