পাংশায় ভূয়া ডাক্তারের ১ লাখ টাকা জরিমানা 

শাকিল আদনান :

ডাক্তার নয় তবুও চিকিৎসা দিয়ে চলছেন ৪০ বছর ধরে! রাজবাড়ীর পাংশা শহরের প্রাণ কেন্দ্রে স্টেশন বাজার এলাকায় মৌসুমী মেডিকেল হল নামক প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ জন রোগী দেখেন এই চিকিৎসক তার আবার সিরিয়াল দিয়ে দেখাতে হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই ভ’য়া চিকিৎসকের চেম্বারে হটাৎ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

 দিপেন্দ্রনাথ দাস ডাক্তার না হয়েও তার ব্যবস্থা পত্রে ডাক্তার লিখে জালিয়াতি করায় ম্যাজিস্টেট মোঃ মনোয়ার হোসেন ভূয়া ডাক্তার দিপেন্দ্রনাথ দাসকে ১ লক্ষ টাকা জড়িমান করেছেন। সেই সাথে ওই চেম্বারে থাকা সকল প্যাড জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। র‌্যাব-৮ ফরিদপুরের একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।

দিপেন্দ্রনাথ দাস ৯ মাসের পল্লী চিকিৎসকের একটি কোর্স করেছিলেন বলে জানান। ৯ মাস পল্লী চিকিৎসের কোর্স করেই হয়ে গেলেন ডাক্তার।