করোনা ভাইরাস আমাদের কী দিয়েছে?

কথিকা : ক্ষুদীরাম দাস

ইচ্ছা করছে করোনা ভাইরাস নিয়ে কিছু বলতে। ১) করোনা ভাইরাসকে ঘৃণা করবেন না; কেননা এই করোনা ভাইরাসই মানবতা ফিরিয়ে এনেছে।

২) মানুষকে তাদের স্রষ্টার কাছে ও তাদের নৈতিকতায় ফিরিয়ে এনেছে। ৩) বার, নাইট ক্লাব, পতিতালয়, ক্যাসিনো বন্ধ করে দিয়েছে। ৪) সুদের হারকে কমিয়ে এনেছে। ৫) ঘুষ নেয়া বন্ধ করে দিয়েছে। ৬) পরিবারের সদস্যদের একসাথে নিয়ে এসেছে। ৭) অশ্লীল আচরণ বন্ধ করেছে।

৮) মৃত এবং নিষিদ্ধ প্রাণ খাওয়া বন্ধ করে দিয়েছে। ৯) সামাজিক ব্যয়ের এক তৃতীয়াং স্বাস্থ্যসেবাতে স্থানান্তরিত হয়েছে। ১০) শিশা ব্যবহারকারী দেশগুলোতে শিশা নিষিদ্ধ করেছে। ১১) মানুষকে প্রার্থনা করতে বাধ্য করেছে। ১২) স্বৈরশাসক এবং তাদের ক্ষমতাকে তুচ্ছ করেছে। ১৩) মানুষ উন্নত এবং প্রযুক্তি দিয়ে ঈশ^রের উপাসনা করছে। ১৪) মানুষকে শিখিয়েছে কীভাবে হাঁচি, কাশি দিতে হয়, হাত ধুতে হয় কীভাবে তা শিখিয়েছে। ১৫) করোনা ভাইরাস এখন আমাদের ঘরে সময় কাটানো, সহজ জীবনযাপন করা শিখাচ্ছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৩ অক্টোবর ২০২০ খ্রি. ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার