ভালোবাসার মিসকল : ক্ষুদীরাম দাস

ভালোবাসার মিসকল
ক্ষুদীরাম দাস

ভালোবাসার মিসকল
হৃদয় করলো দখল
কে সে?
কে সে?
একদিন অবশেষে
কথার ঝুলি ফোটে আসে
হৃদয়ে আমার ভেসে ভেসে
ভেঙ্গে যায় সুন্দর ঘুমটা পরিশেষে।
অতঃপর,
চোখে ঘুম তবু মোবাইলটা চালু করি
তারপর।

দেখি কতো যেন তার মিসকল
আহা! আমি তার হৃদয় করেছি দখল;
প্রিয়তমের বাড়ে হৃদয়ে জ¦ালা
আর আমার প্রতীক্ষার পালা।

বলে দাও গো তোমরা কে গো মিসকলের রানী?
আমি ভেবে মরি, হই আকুল
সে কি চম্পা,
সে কি শিউলী
সে কি পারুল
হতেও পারে সে বকুল।