অশোক কুমার রায়ের কবিতা : সুন্দর একটা সকাল চাই

 

আমার একটা সুন্দর সকাল চাই
মুগ্ধ নয়নে চেয়ে থাকব
সেই সকালের পানে
আধো ঘুমের মধ্যে-
চা হাতে দাঁড়িয়ে তুমি
মিস্টি একটা “ওগো’’ ডেকে
ডেকে তুলবে আমায়
তোমাকে জড়িয়েই একটা সুন্দর সকাল চাই।।

 

চিকন সোনা ঝরা রোদ্র এসে পড়বে আমার গায়
হিমশীতল বাতাসের মধ্যেও
রোদ্রের সিন্ধ তাপে
আমার নাক ঘামবে,
অতি আদর আর ভালবাসায়
তোমার আঁচল দিয়ে
মুছে দিবে তুমি
ঠিক তেমনই একটা মিস্টি সকাল চাই।।

 

যে সকালটি মনে হবে আমার জীবনের শুরু
সাংসারিক হাজারও ঝামেলাহীন সকাল
চাল নেই,ডাল নেই,তেল নেই
শাড়ি গহনা কিছু নেই
এমন কোন কথা নেই
শুধু থাকবে তোমার মায়াবী চোখ!

আমি হারিয়ে যাব ওর গহীনে
গত কাল ,গত পরশু গত তরশু সহ গত কত
আমার জীবনের সব ব্যর্থ দিন গুলি ভুলে
তোমার মায়াবী চোখে আমার বাস
আমি তেমনই একটা সুন্দর সকালে স্নাত হতে চাই
আমি একটা সুন্দর সকাল চাই।।

অশোক কুমার রায়
জুনিয়র প্রোগ্রাম অফিসার
বাংলাদেশ কারিতাস বরিশাল অঞ্চল
মনপুরা-ভোলা।