তাহলে কী করবো? ক্ষুদীরাম দাস

অনেক নোংরা শব্দ,
শব্দগুলো ক্ষতবিক্ষত করে হৃদয়,
জীবনকে করে দেয় এলোমেলো, শব্দহীন নীরব কান্না,
মস্তিস্কে এসব শব্দগুলো বাঁচতে দেয়া উচিত নয়।

আমি চাই, সবাই চায়,
সেসব শব্দগুলো অজানা স্থানে হারিয়ে যাক।
নোংরা পৃথিবীর মানুষের নোংরা শব্দ,
মানুষের হৃদয়ে পুঞ্জিভূত হয় অদম্য ক্রোধ,
ঘৃণা; আর সীমাহীন দ্বন্দ;
হঠাৎই বিস্ফোরিত হয়ে হবে ধ্বংসস্তূপ।

সেই নোংরা শব্দগুলো কেউ হৃদয়ে রাখতে চায় না;
সেগুলো হারিয়ে যাক নর্দমার নোংরা জলে;
নোংরা শব্দগুলো জাগাবে না সীমাহীন ব্যথা মধ্যরাতে।

প্রতিটি মানুষ প্রশান্তি চায়,
যন্ত্রনায় কাতর হওয়া শব্দে হঠাৎ জেগে উঠতে চায় না,
প্রতিটি মানুষ সুন্দর শব্দের খোঁজে পিপাসিত,
তবুও সব শব্দই আমাদের অংশ;
আমাদেরই আর্তনাদ,
তাই সবাই বলে, ‘ তাহলে কী করবো?’