আমরা মানুষ!

ক্ষুদীরাম দাস :

আমরা মানুষ!
ছোট্ট একটি নৌকা যেন
পৃথিবী নামক গ্রহে সুখ অথবা দুঃখের সাগরে ভেসে চলা
দুলতে দুলতে ঠিক এগিয়ে চলা নিজ গন্তব্যে!
এ নৌকার এগিয়ে চলা অনেক বন্ধুর পথ।
এ নৌকার এগিয়ে চলায় বাধা হয় বরফ খÐ,
অথবা ভয়ঙ্কর কোনো কিছু
সাবধান! সাবধান!! সাবধান!!!
অন্যের সহযোগিতার হাতগুলোও নিজের মতো,
এগিয়ে চলার পথে নিজেকেও অন্যকে সহযোগিতা করতে হয়!
তখন রক্ষাকারী পথের দিশারী এক ঈশ^র!
আর পৃথিবীর বন্ধুরা কেউ হয় স্বার্থের জন্যে,
অথবা কেউ কেউ খুবই কাছের,
অথবা কেউ কেউ হারিয়ে যায় স্বার্থের জ¦ালে বন্দী হয়ে;
এসবই জগতের নিয়তি!
আবার মুখোশ পড়া মানুষগুলো, স্বার্থপর হিংসুটে মানুষগুলো,
অথবা বন্ধুরূপী শত্রæ মানুষগুলোও বন্ধু সেজে থাকে।
চারিদিকে ঘৃণার পাত্র হয়ে জেগে উঠা মানুষগুলোও
একসময় আপন বনে যায়, ক্ষমার জোরে।
এ নৌকা ভিড়বে ঈশ^রের ইশারায়,
অথবা এ নৌকা ডুবকে ঈশ^রের ইশারায়,
অথবা এ নৌকার সীমানা ঈশ^রের ইশারায়;
কারণ, আমরা মানুষ, ঈশ^রের মানুষ!