ঢাকায় বিস্ফোরণ : ১৯ লাশ উদ্ধার

প্রিয় সময় ডেস্ক :
রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকার সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। তারা হলেন বাংলাদেশ স্যানিটারির মালিক সুমন ও ম্যানেজার স্বপ্ন।

এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ১৯ জনের লাশ উদ্ধার হলো। আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৮ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আখতারুজ্জামান।

এছাড়া ভবনটিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধারকাজ শুরু করে।