দোহারে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :

ঢাকার দোহারে ২০ জুলাই ২০২০ (সোমবার) দোহার উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানের অংশ হিসেবে ২ জনকে জেল ও জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলো জয়পাড়া বাজারের ব্যবসায়ী জয়পাড় ইলেকট্রনিকস-এর মালিক বাবু। তাকে ১০ হাজার টাকা ও মাদক সেবনের দায়ে লটাখোলা বিলের পাড় গ্রামের মদন বেপারীর ছেলে আব্দুল জলিল ( ৪০) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সারাদিন জুয়ার আসর তথা লটারীর টিকেট বিক্রি করে যাচ্ছিলেন জয়পাড়া ইলেকট্রনিক এর মালিক বাবু। সন্ধ্যায় জয়পাড়া বাজারের মেইন রাস্তা দখল করে ইলেকট্রনিক পণ্য বিক্রি ও অবৈধ লটারীর কুপন পরিচালনা ও মহামারী করোনা পরিস্থিতির মধ্যে জনসমাগমের দায়ে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬/১৮৮ ধারায় জয়পাড়া ইলেকট্রনিক-এর মালিক বাবুকে জরিমানা করা হয়েছে।

অপর দিকে মাদক সেবনের দায়ে আব্দুল জলিলকে ৩৬ (২১) ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন,  আমাদের অভিযান অব্যাহত থাকবে।  এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার পুলিশ ফোর্স।