রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন ভূঁইয়া দুলালকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মো. সোহেল কিরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কমান্ডার আল-আমিন ভুঁইয়া দুলালকে (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে কিডনীজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

বাদ জোহর মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অনার ও জাতীয় পতাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভুমি) আফিফা খাঁন, যোদ্ধকালীন থানা কমান্ডার আব্দুল জব্বার খাঁন পিনু, সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া প্রমুখ।

পরে মরহুমের মৃতদেহ তার পারিবারেক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন ভুঁইয়া দুলালের মৃত্যুতে গভীর শোক প্রাকাশ করেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীম উদ্দিন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৮ অক্টোবর ২০২০ খ্রি. ২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২০ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার