চাঁদপুরে নির্বাচনী সহিংসতা জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে সিনিয়র জুনিয়র বিষয়ে বির্তকের জেরে ইয়াছিন মোল্লা নামে এক দর্জি শ্রমিক নিহত হয়েছে।

চাঁদপুর পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে শনিবার দুপুরে চাঁদপুর শহরের ৮নং ওয়ার্ডের গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াছিন মোল্লা, নিহত শহরের কোড়ালিয়া রোডে হারুণ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গনি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ইয়াসিন মোল্লা ও সাহেদ পাটওয়ারী সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এসময় সাহেদের হাতে থাকা ছুরি দিয়ে ইয়াসিনের গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা রেফার করে। ঢাকা নেয়ার পথে বাবুরহাট এলাকায় ইয়াসিনের মৃত্যু হয়।

ইয়াসিন মোল্লা পেশায় দর্জি শ্রমিক। সে চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হেলাল হোসাইনের কর্মী ছিল।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমান পিপিএম(বার) জানান, মৃত্যুর বিষয়টি নির্বাচন কেন্দ্রিক নয়। তবে ভোট গ্রহণের সময়ে ঘটনাটি ঘটেছে। আমরা তদন্ত সাপেক্ষে আসল বিষয়টি উদঘাটন করার চেষ্টা করছি।