ফ্লেমেটিক প্রেম ও একটি মেয়ে

কবি : দেওয়ান মাসুদ রহমান

তোমার টিউশনি করে কোনোরকম চলা-
চাকরি না পাওয়া গরিবী হাল
এই হালচাল থেকে আমি-
তোমার কাছ থেকে পালাতে পারি
পালাতে ইচ্ছেও হয় পালাতে পারিনা
ভয় হয় আমার-
দ্বিচারিতা দ্বন্দ্বের দৈবীরূপে আমি সম্মুখীন হই।

তোমার চোখে এতো মায়া!
এতো মায়াময় মুখ তোমার!
বৃষ্টির ফোটার মতন;
কথার শব্দ মালা আমাকে-
আত্মহারা রাখে।

তোমার সুন্দরের সবটুকু দেখি আমার চোখে-
তুমি আমার বুকে বিদীর্ণ হও ফুলের ঘ্রাণ ছেঁচে-
তুমি ছাড়া এই শহর আমার কাছে বুনোদের বস্তি,
তুমিই আমার বেঁচে থাকার একমুঠো স্বস্তি।

তুমি ছাড়া এই পৃথিবী মনে হয়
প্রাচীন বিমূঢ়তায় ঢাকা
তুমি আমার হৃদয় পটে স্বপ্ন দিয়ে আকা।

আর কোনো স্যাংগুইনাস,হিস্টিরিয়া, ঝিনঝিনিয়া চিন্তা লোকো কথা সংস্কারে-
আমি তোমাকে হারাতে দিবোনা
আমি ফ্লেমেটিক দৃঢ়চেতা তোমার প্রেমে।
তুমিই আমার একমাত্র ভালোবাসার উত্তরাধিকার।

দেওয়ান মাসুদ রহমান।
১৮/২/২০২১