নূর হোসেন

যুবক অনার্য :

একদিন ১০ নভেম্বর ১৯৮৭
শীতকাল পুরানা পল্টন
চোখের সামনে দিয়ে চকিতে
একটি ছেলে হেঁটে গেলো
খালি পায়ে
পাভেলের তর্জনি শাটারে
বাঁ হাত লেন্সের ফোকাস রিংয়ে
রক্ত ছলকে উঠলো বুকে
ক্যামেরা কম্পমান
দুইবার প্রেস করা হলো ক্যামেরায়
দুইটি ছবি
আরও কিছু ছবি যা তোলা হয় নি
বাকি রয়ে গেলো
মিনিট খানিকের মধ্যেই
গুলির আওয়াজ
রাজপথে লুটিয়ে পড়লো
নূর হোসেন

বহুদিন পর সেই শীতকাল
নূর হোসেন চত্বর
পল্টনে গুলির আওয়াজ হলে
দেখা হবে রাজপথে