মনপুরায় রাস্তাঘাট বাজার পরিষ্কার করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান কার্যক্রমকে সংহতি জানিয়ে ভোলার মনপুরা উপজেলার আয়োজনে উপজেলা থানা মোড় অভিমুখের রাস্তার আর্বজনা ও হাজিরহাট সদর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেলা রাখা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা বাজারের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। এতে প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পযন্ত উপজেলা সদরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রাস্তার আর্বজনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় শিক্ষার্থীরা হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন।

জানা যায়, গত কয়েকদিনের বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় মিছিলে বাজার ও রাস্তাঘাট ময়লা আবর্জনায় ভরে যায়। বাজার কমিটি ও ব্যবসায়ীরা ময়লা আবর্জনা পরিষ্কারে উদ্যোগ গ্রহণ না করায় ছাএ আন্দোলনের শিক্ষার্থীরা নিউ উদ্যোগে এসব পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামেন। এছাড়া সরকারি স্থাপনা মন্দির পাহারা দিচ্ছেন তারা। এ সময় শিক্ষার্থীরা ব্যাবসায়ীদের উদ্দেশ্য বলেন, দেশ আপনার আমার সবার। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সবার। সব দোকানিকে ময়লা আবর্জনা রাস্তায় রাস্তায় না ফেলে নিজ দোকানের সামনে ময়লা নিদিষ্ট ড্রামের মধ্যে রাখার অনুরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা আরো বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত রয়েছে।

বৈষম্য বিরোধী আন্দোলনের মনপুরা সমন্বয়ক নুরনবী বলেন, সুন্দর নান্দনিক মনপুরা গঠন করতে কাজ করছি। উপজেলায় কোথাও সমস্যা হলেই আমরা এগিয়ে যাব।

ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে `আমার সংবাদ’ মনপুরা উপজেলা প্রতিনিধি মাসুদ পাটোয়ারী বলেন,বৈষম বিরোধী আন্দোলনের ফলে মনপুরার যাতায়াতের ভাড়া কমানো হয়েছে। এছাড়া বাজার পরিষ্কার থেকে শুরু করে সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনপুরা উপজেলার সহ-সমন্বয়ক আনোয়ার মেজবা, তানভীর হোসেন চাঁদ,ফজলে রাব্বিসহ প্রমুখ।

সোমবার, ১২ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়