রুদ্র অয়ন-এর কবিতা : করোনা কালের ঈদ

রুদ্র অয়ন-এর কবিতা
করোনা কালের ঈদ

ঈদ আনন্দ বদলে গেল
করোনার কারণ,
ঘরে থেকেই ঈদ পালন
ঘোরাঘুরি বারণ!

নতুন জামা আর পোষাক
মনের মাঝে খুশির বান,
চারপাশেতে না থাকে যেন
কষ্টে ভরা নিরাশ প্রাণ।

অসহায় গরীব দুঃখিদের
এবার ঈদে হাসতে দাও,
আশাহতকে জাগিয়ে আশা
খুশি আনন্দে ভাসতে দাও।

ত্রিশ রোজার পরে ঈদ
মনে আনন্দ দোলে,
অন্তর মনে দোয়া করি
করোনা যাক চলে।