নিরুদ্দেশ : রাক্বী মায়মূন তানভীর

নিরুদ্দেশ
লিখেছেন : রাক্বী মায়মূন তানভীর

বুকভরা আশা নিয়ে আমি নেমেছি অতুল ধরণীর বুকে,
হাজার বছর ধরে ঘুরি পথে পথে, তবু দেখা নেই তার ৷
মানবের শহরে কেবল দেখি লাশেদের সমাগম আর
জমকালো গোরস্তানের উল্লাসে জীবনের মরা ধুঁকে ধুঁকে ৷

শীতল উনানে চাপিয়ে অন্নশূন্য হাঁড়ি দুস্থ জননী দুখে,
ক্ষুধায় কাতর শিশু ছটফট করে বিছানায় মরবার
নেতার বাড়িতে ঢোকে খাবারের গাড়ি, কোথায় খাদ্য আমার ?
এ অরণ্যে অভুক্তের অন্নে বাঁচে ধনীগণ কোন মহাসুখে ?

শূকরের অট্টহাসিতে আমি নিদ্রা ভেঙে জেগেছি শতবার,
দেখেছি ত্রাণ-ভিখারিনীর উরুতে পিশাচের উল্লাস আর
রক্তাক্ত কিশোরী-বুকে সহায়হীনা মায়ের ব্যর্থ চিৎকার
হাজার বছর ধরে ঘুরি পথে পথে, দেখা নেই মানবতার !

কবি পরিচিতি : ঠিকানা: গ্রাম: খিতিবদিয়া, ডাকঘর: চুড়ামনকাটি, উপজেলা: যশোর সদর, জেলা: যশোর, বিভাগ: খুলনা, দূরালাপন: 01889-096516