আমি সুখ খুঁজি : ক্ষুদীরাম দাস

আমি সুখ খুঁজি
অন্যেরে ব্যথা দিয়ে
আমি বিজয়ী হই
অন্যেরে হারিয়ে।

আমি যে অসুখী
ব্যথা ফিরে আমার বুকে
অন্যেরে হারিয়ে বিজয়ী হই
পরাজয় আমায় ডাকে।

আমি সুখ খুঁজি
আমার সৃষ্ট শত্রæতার মাঝে
সন্ধির সন্ধান করি নাকো
দুঃখ ধ্বনি বুকে বাজে।

আমি যে দুষ্ট
ভদ্রতার ছ›দ্মবেশী হই
তুষের জ¦ালিয়ে সদা
আমার মাঝে নীতি কই।

আমি সুখ খুঁজি
বৃথা আমার চেষ্টা
দুঃখ দিয়ে দুঃখ বাড়াই
নির্মম পরিণতি শেষটা।

আমি যে নির্বোধ
নিজেও তা জানি না
চেষ্টার ক্লান্তি জীবনে
দুঃখ পিছু ছাড়ে না।