পঞ্চগড়ে অসহায় দুঃস্থদেরকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রায় অর্ধ শতাধিক অসহায় দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেড এর অন্তর্গত ২৯ তম বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট।

৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ক্যাপ্টেন মোঃ মাহামুদুর রহমানের নেতৃত্বে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোড় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের এবং আটোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নির্মান শ্রমীকদের মাঝে এ খাদ্য সহায়তা করে। এ সময় সার্জেন্ট মোসলেম, আটোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সংবাদিক মনোজ রায় হিরু, সাধারন সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানু, আটোয়ারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক রায়হান চৌধুরী রকি উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন মোঃ মাহামুদুর রহমান জানান, করোনা কালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় দু:স্থদের পাশে থেকে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করে আসচ্ছে। এরি ধারাবাহিকতায় আমাদের এ কার্যক্রম। ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।