দোহারে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় তিনস্তরের যৌথ অভিযান

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

চলতি ইলিশের প্রজনন মৌসুমে জাতীয় মাছ ইলিশ রক্ষায় ঢাকার দোহারের পদ্মা নদীতে তিন স্তরের অভিযান সম্পন্ন করা হয়েছে।

২২ অক্টোবর বৃহস্পতিবার বার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফিরোজ মাহমুদ এর নেতৃত্বে মৌনটঘাট থেকে শুরু করে নারিশা ডাকবাংলোর নারিশা জোয়ারের চর এলাকায় পর্যন্ত অভিযান করা হয়েছে।

এ সময় মধুর চর গ্রামে অভিযান চালিয়া বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ ও পুরিয়ে দেওয়া হয়েছে। এক জেলের বাসায় বরফ স্টক রাখার অপরাধে তাকে আটক করা হয়েছে।

দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে প্রায় ২০ জন পুলিশ এবং মুন্সিগঞ্জের জোনালের র‍্যাব-এর প্রধান প্রণব কুমারের নেতৃত্বে প্রায় ১৫ জন র‍্যাব সদস্য ও নৌ পুলিশের উপস্থিতিতে পদ্মানদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুরো নদীতে চিরুনি তল্লাশি দিয়েও কোন জেলে কে নদীর মাঝে পাওয়া যায়নি। তবে নদীর তীরে শতাধিক নৌকা ও জেলেকে অবস্থান করতে দেখা গিয়েছে।

মা,ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, মহৎ কর্মকর্তা লুৎফুর নাহার সহ আরো অনেকে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২২ অক্টোবর ২০২০ খ্রি. ০৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার