অশোক কুমার রায়ের কবিতা : মুগ্ধতা

 

আমি এক অসম্ভব মুগ্ধতা নিয়ে চেয়ে
তোমার পানে রই-
তোমার এলো মেলো খোলা চুল
ভুল করে বা অসাবধানতাবশত কপালের এক পাশে
লেগে থাকা টিপ
আমার কাছে এক অপরুপ সৌন্দর্যের প্রতীক হয়ে ধরা দেয়।

তোমার ব্যস্ততার মধ্যে অসংলগ্ন কাপড় চোপড়
দিনের শেষে ক্লান্ত দেহ
উদ্বিগ্নতায় ভরা মুখ
সব্ই মুগ্ধ করে আমায় পরম মায়ায়
তোমার প্রতি এক অকৃত্রিম ভালবাসা অনুভব করি।

তোমার যা কিছু এলোমেলো
যা কিছু অসুন্দর
সবই তো আমার কাছে সুন্দর মনে হয়
আমায় মুগ্ধ করে ,আমায় কাছে টানে।

তোমার কালো চোখের গভীরে আমার ভালবাসা লুকিয়ে রয়
ক্লান্তিহীন ছুটে চলার ক্লান্তি,তোমার ভাবনায় আমার পরশ জোগায়-
তোমায় ভেবে আমি উজ্জিবিত হই
ফিরে পাই সঞ্জিবনী শক্তি
এত কিছু তোমায় ভালবাসি বলে কি নয়?

লেখক-অশোক কুমার রায়।
জুনিয়র প্রোগ্রাম অফিসার কারিতাস বরিশাল অঞ্চল, মনপুরা