নূরে আইন শিউলীর দুটি কবিতা

ছাতা 

ছাতা ছাতা ছাতা
ছাতায় দিও মাথা
ঝড় বৃষ্টির রাতে
ছাতা রেখো সাথে।
বৃষ্টি হলেও ছাতা লাগে
রোদ হলেও তাই
ঝড় ঝঞ্ঝায় ছাতা ছাড়া
কোনো উপায় নাই।
ছাতা আর টাকা যদি
হাত ছাড়া হয়
যার হাতে যায়
সে তার কথাই কয়।
===০===

টাকা

টাকা, টাকা, টাকা………….
সে যে কাগজে গড়া টাকা
যার নেই কোন পাখা
তবুও সে উড়ে
তার পিছে সকল মানুষ হন্যের হয়ে ঘুরে
টাকা ছাড়া যেনো নেই উপায়!
টাকা যে আজ সবাই চায়
টাকা ছাড়া যেনো কেউ কারো নয়!
টাকা থাকলে পরও আপন হয়

টাকার জন্য কেউ বিদেশে জমায় পাড়ি
টাকা না থাকলে আপনজনও নেয় আড়ি।
টাকার কাছে সব রং বাহারী,
টাকা ছাড়া চলে আহাজারি।
টাকার জন্য হয় খুন খারাবী
টাকার জন্য করে চুরি ডাকাতি।

সবাই ঘুরে টাকার পিছে
টাকা ছাড়া যেনো জগৎ মিছে।
টাকার কাছে ভাই সবাই ঋণী
টাকার জন্য হয় গরীব ধনী ।

টাকার জন্যই চলে ছিনতাই-রাহাজানী ।
টাকার জন্য চলে মান অভিমানী।
টাকার জন্য দিন রাত্রী খাটি
টাকার জন্য কেউ’বা কাটে মাটি।

টাকা ছাড়া যে চলাই দায়……
তাই তো সবাই টাকাই চায়!
টাকার জন্য কেউ’বা বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি
এ’যে একেবারেই মিথ্যে নয়, এ’যে চির সত্যি!!