ক্ষুদীরাম দাসের কবিতা : ঈশ্বর জানেন

মানুষ স্বপ্ন দেখে,
জন্ম থেকে ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত
ঈশ্বর জানেন সবই!
কী প্রয়োজন আমাদের,
কতোটুকু প্রয়োজন!

তবুও আমরা থেমে নেই
স্বপ্নের ভেলা ভাসিয়ে চলি,
একটি সুন্দর সংসার
এই তো যথেষ্ট নয় কি!

আর চাই কি আমরা
আরো কি চাই আমরা
শুধু চাই
আরো চাই
আরো চাই!

এই তো বেশ আছি
ঈশ^র জানেন সবই
আমার জানেন
তোমার জানেন
আমাদের সবারই জানেন,

ঈশ্বর জানেন-
তবে যদি অল্পে সন্তুষ্ট থাকি,
আমাদের ভেতরের প্রশান্তিটা জেগে উঠে
আর অন্তর্জ¦ালা ও যুদ্ধটা থেমে যায়!