দোহারে স্বাস্থ্যবিধি না মানায় ৭০ জনকে অর্থদণ্ড

মাকসুমুল মুকিম দোহার -নবাবগন্জ (ঢাকা) প্রতিনধি :

ঢাকা দোহার উপজেলায় সরকার ঘোষিত চতুর্থ ধাপের কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছেন দোহার উপজেলা প্রশাসন।

২৪ জুলাই শনিবার সকালে থেকে বিকাল পর্যন্ত দোহার উপজেলার কলেজ মোড়, জয়পাড়া বাজার, লটাখোলা নতুন বাজার, করম আলী মোড়, বাঁশতলা মোড়, পালামগঞ্জ বাজার, কার্তিকপুর বাজার, দোহার বাজার, মেঘুলাবাজার, সুতারপাড়া বাজার এলাকায় জনসচেতনতা রোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় সরকার ঘোষিত লক ডাউন অমান্য করে বাসার বাহিরে অকারণে ঘুরাফেরা করার দায়ে ৩৮ টি মামলায় ৭০ জন কে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ, এফ,এম, ফিরোজ মাহমুদ (নাঈম) এবং
দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।

সেসময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন,লকডাউন ভঙ্গ করে যারা বের হচ্ছেন তাদের অধিকাংশই অপ্রয়োজনে বের হচ্ছেন। আপনাদের উদাসীনতা এবং অসচেতনতার কারনে আপনার পরিবার এবং চারপাশ জীবনের ঝুঁকিতে পড়ছে। আপনারা সচেতন হোন, আপনার সচেতনতাই পারে একটি জীবন বাঁচাতে।

তিনি আরো বলেন, আটককৃত গাড়ি গুলো থানায় আছে আর যে গুলো মানবিক দৃষ্টিতে ছাড়ারমত সেগুলো আমরা ছেরে দিয়েছি।

অভিযান কালে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ মাঠে অবস্থান করছে। সকলকে সচেতন হয়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। সে বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যগণ এবং দোহার থানা পুলিশ ফোর্স।