লোকাল ট্রেন

কবির হোসেন মিজি :

দু’ বেল্টের সেন্ডেলের তলা ক্ষয়ে মাটি ছোঁয় ষাটউর্দ্ধো বয়স
কাঁধের পুরাতন গামছায় ছেড়া ফাঁকে রঙিন সুঁতো উড়ে বাতাসে।

প্রতিদিনের সূর্যের খরতাপে ঘাম ঝরে ঘাম মুছে
নুয়ে পড়া দেহ চলে লাঠির ইঞ্জিনে
একব্যাগ স্বপ্ন নিয়ে এ দ্বার ও দ্বার।

অন্য যোগারে তবুও ধীর গতিতে চলে
পুরাতন লোকাল ট্রেন।

আমরা নিত্য দিনই এমন বহু পুরনো লোকাল ট্রেন দেখি
সে ট্রেনে কোন যাত্রী নেই, বিলাস বহুল কেবিন নেই।

বেওয়ারিশ ট্রেন তবু ছুটে চলে একমুঠো স্বপ্নের সন্ধানে।

চামড়ায় ভাঁজ পড়া হাত বাড়ায় আমাদের চোখের সামনে
আমরা কেউ, কেউ কখনো দেখি, কখনো দেখিনা সে হাত।

কয়েকটি কয়েন, কিংবা কাগজের নোটে হাসি ফুটে, হাসি ঝরে।

বেলা পড়ে অবেলায়, অল্পতেই নিয়তীকে যাত্রী করে প্লাটফর্মে ফিরে যায় ট্রেন।
এভাবেই বছরের পর বছর পেরোয়
ইঞ্জিনে ঝং ধরে, ট্যাংকিতে তেল বিহিন
গন্তব্যস্থান স্টেশনেই অকেজো হয়ে পড়ে ষাট উর্দ্ধ বয়সী লোকাল ট্রেনগুলো।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৩:২১ পিএম

১৪ নভেম্বর ২০২০ খ্রি. ২৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার