আমরা ও করোনা

কথিকা : ক্ষুদীরাম দাস

‘সময় চলিয়া যায়, নদীর ¯্রােতের ন্যায়’-এই কথাটি পৃথিবীর জন্যে অতীব সত্য। দেখতে দেখতে ২০২০ সাল প্রায় শেষ হতে চললো, শোনা যাচ্ছে আরেকটি বছরের পদধ্বনি।

কিন্তু এর আগে পৃথিবীর অনেক পরিবর্তন হয়ে গেছে। পৃথিবী থেকে ‘করোনা’ নামক মহামারীর জন্যে ১১ লাখ অধিক মানুষ অকালে ঝরে গেছেন। মানুষের ঘরে ঘরে আজ হাহাকার শোনা যাচ্ছে। আজ অনেকের ঘরে খাবারের অভাব, অনেকের কাজ চলে গেছে, ব্যবসা-বাণিজ্যের ঘাটতি, অনেকের আবার প্রিয়জনকে হারানোর বেদনা। চারিদিকে শুশু শোনা যায় হতাশা আর হতাশা।

আর এই হতাশার মধ্যে রয়েছে অনেক প্রাপ্তির বিষয়। এই প্রাপ্তির মধ্যে রয়েছে প্রিয়জনের সাথে গভীর সম্পর্ক রক্ষা করা। অন্যের দুঃখে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া, নিজেদের অসহায়ত্বের বিষয় উপলব্ধি করা ইত্যাদি। অতএব, এখন মানুষের মুখে মুখে আমরা ও করোনা নিয়ে আলোচনাই হচ্ছে।