সন্তানদের শাসন করা দরকার

কথিকা

ক্ষুদীরাম দাস :
সন্তানদের শাসন করতে কুণ্ঠাবোধ করা উচিত নয়। ওরে সোনা রে, ওরে মিষ্টি সোনা-এই সন্তানদের কি শাসন করা যায়। তাও আবার আধুনিক যুগে। একে তো একখানা আধখানা সন্তান। তুলু তুলু করে মানুষ করাই যেন পিতা মাতার কাজ।

কিন্তু ছেলেমেয়েদের শাসন করাই যে পিতামাতার কাজ। কিন্তু র্ছেলেমেয়েদের শাসনে রাখা, তাদের মনের ভাবগুলো সংশোধন করা এবং! তাদের বশে রাখা বাব মায়ের অবশ্য কর্তব্য।

নতুবা তারা সঠিক মানুষ হতে পারবে না। সন্তানদের শাসন করলে তাদেরকে ধ্বংসের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। সত্যিই সন্তানদের যারা শাস্তি দেয় না তারা পরিপূর্ণ ভালোবাসা দিতে পারে না। কিন্তু যারা ভালোবাসে তারাই সন্তানদের শাসন করে থাকে।

উচ্ছন্নে চলে যাওয়া সন্তানকে ফিরিয়ে আনতে কঠোর হওয়া দরকার হতে পারে। কিন্তু পিতামাতা স্নেহের বাক্যে ও কাজে মৃদুভাবে শাসন করে তাদের অন্ত:করণের সাথে বেঁধে রাখতে পারেন। প্রতিটি পরিবারে সুশৃঙ্খলা বজায় রাখার জন্যে সঙ্গত দৃঢ়তা ও ধীর শাসনের প্রয়োজন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

৩০ অক্টোবর ২০২০ খ্রি. ১৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শুক্রবার