ক্ষুদীরাম দাসের কবিতা : কী সুন্দর!

কী সুন্দর!

ক্ষুদীরাম দাস :

 

ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ে
এক দুই তিন ফোঁটা
ফোঁটাগুলো একেকটি যেন সত্ত্বা
স্বাধীন সত্ত্বা,
বৃষ্টির ফোঁটা ঝড়ে মাটির টানে
আর ঝরে প্রেমে, মাটির প্রেমে।
আমারও প্রেম জাগে হৃদয় মনে
দোলা দিয়ে যায় প্রেম
যেন নতুনের আহ্বান, নতুন পৃথিবী।
জল জল নড়ে উঠে পুকুরপাড়ে দাঁড়িয়ে দেখি,
প্রকৃতির ঘুম ভেঙ্গে যায় বৃষ্টির ফোঁটার স্পর্শে;
আর আমার যৌবন নড়ে উঠে প্রেম ছোঁয়ায়!
প্রকৃতি বাতাসের শীতল দোলায় দুলছে
আর আমি দুলছি তো দুলছি প্রেমের হাওয়ায়।
বিদায়ের কালে যেমন বৃষ্টি বলে উঠে,
আবার ফিরবো নতুন করে নতুন বৃষ্টি নিয়ে
আর আমি বলি, তুমি আমার নতুন বৃষ্টি।
কী সুন্দর আমি তুমি,
কী সুন্দর প্রেমের সৃষ্টি!

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৪:১১ পিএম

২৩ নভেম্বর ২০২০ খ্রি. ০৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ রবিউস সানি ১৪৪২ হিজরি, সোমবার