নিঃস্বার্থ ভালোবাসা আমার!

ক্ষুদীরাম দাস :

থমথমে মন আমার
আমায় জ্বালিয়ে নিজেই জ্বলছে সে
এ কেমন ভালো থাকা তাহার!
স্বার্থটা কী তাহার!
অথবা দোষ কী আমার!
কীসের টানে
অথবা কীসের জোয়ারে ভেসে চলা তাহার?
তবুও প্রতীক্ষা আমার!
নিঃস্বার্থ ভালোবাসা আমার!
তাই বিশ্বাসে বেঁচে থাকা;
বুঝি আমি বুঝি
জ্বালিয়ে জ্বলছে সে
এ জ্বালা যে তাহারই দোষে,
স্বার্থপরতা জ্বালায় তাহারে!