ক্ষুদীরাম দাসের কবিতা : হাত বাড়ালাম

ক্ষুদীরাম দাস : 

হাত বাড়ালাম
তবুও মন পেলাম না।
তবুও এগিয়ে যাই আবার
কনফিউজ হলাম
পাবো কি, পাবো না।

তোমার ঐ কালো চুলে পাগল আমার মন,
আমি ছিলাম, আছি, থাকতে চাই সারাক্ষণ.
আমি দাঁড়িয়ে আছি তোমার জন্যে নেবে টেনে আমায় ?
ভালোবাসি ভালোবাসি ভালোবেসে যাবো তোমায়।

দেখছে তোমার আমার ভালোবাসা আকাশের ওই তারা,
আমি বাঁচি কি করে ওগো তোমাকে ছাড়া,
আমি শূন্য দাঁড়িয়ে রই নদীর তীরে
কাঁশফুলের বাগান ছুঁয়ে শালিক হয়ে আসবে কি উড়ে!