স্বাধীনতার কবি

মিজানুর রহমান রানা :

তুমি স্বাধীনতার কবি
তুমি বাংলার প্রতিচ্ছবি;
রক্তের অক্ষরে লিখেছো তুমি :
‘বাঙলা আমার মাতৃভূমি’।

বাঙলা তোমার শ্বাস-প্রশ্বাস
বাঙলা তোমার চির অমর প্রেম
বাঙলার জন্য মহামূল্যবান জীবন
তুমি করে গেলে দান।

তাঁর নাম শেখ মুজিবুর রহমান
তাঁর মতো বুকের তাজা রক্তে
সুমহান পঙক্তিমালা আর কে লিখলেন :
‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম।’

হে অবিসংবাদিত সংগ্রামী নেতা!
হে বাংলার গণমানুষের মুক্তির দূত
তোমার অমর আত্মার প্রতি রইলো
হৃদয়োৎসারিত হাজারো-কোটি সালাম।