ত্রিশ বছর পর : ক্ষুদীরাম দাস

এই ভূমি আমার
জন্ম এখানেই
কষ্ট লুকানো ভূমিহারা
আমি চিৎকার করে কাঁদি না
লাভের আশা যে শূন্য তাই।

ত্রিশ বছর পর
আমি জেগে উঠি
কষ্টের মায়াজাল থেকে
আমি সরে আসি
দেখি আমি আছি-সে নাই।

কনফিউজড প্রেম নাকি!
ক্ষুদীরাম দাস

তোমার মনটা উসখুস করে
কনফিউজড তোমার মনে
প্রেম আমার নিখুঁত
তবুও কেন এমন জাগে
হৃদয়ে কষ্ট তোমার-আমার
রোজ দেখা হয় না
কথাও হয় না,
তোমার কঠিন হৃদয় ন্যুজ হয়ে যায়
মোচড়ে উঠে হৃদয়
তবুও আমার নিংড়ানো ভালোবাসা
আর মনের ভাব অথবা ভাষা
প্রকাশ হয় না
গোপনে রয়
কনফিউজড প্রেম নাকি!