ভালোবাসাহীন

ক্ষুদীরাম দাস

আমি ঘামছি
কপাল চুয়ে ঘাম ঝরছে
নোনা জলে জিভ ভিজে যায়
তবুও প্রখর রোদে ঘামছি আমি
এমন সময়ে ভালোবাসাটুকু চাওয়া
যদি প্রশান্তি নেমে আসে হৃদয়ে
দীর্ঘশ^াস ছেড়ে পরিশ্রান্ত দেহে
প্রশান্ত খুঁজে নেবো
যদি পাই কারো ভালোবাসার দৃষ্টি
সে হবে আমার নতুন সৃষ্টি
ভালোবাসাহীন শূন্য ভূবন
সবার জন্য এমন!
কেউ বাঁচে না ভালোবাসাহীন
এতিম যেমন মাতৃহীন,
ভালোবাসাহীন যদি হয়
তবুও ভেবে চলে অবিরত,
ভাবে যারা ভালোবাসা পায় না।