মনুষ্যত্ব : ক্ষুদীরাম দাস

মনুষ্যত্ব
ক্ষুদীরাম দাস

মনুষ্যত্ব হলো-
প্রতিনিয়ত যে মানুষ
কথায়, কাজে, চিন্তায়, আচরণে
অপরের কল্যাণে নিয়োজিত;
এতে মনুষ্যত্বের চরিত্র মিথ্যা হয় না,
এতে মনুষ্যত্বের ধর্ম মিথ্যা হয় না।